বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুতে বরিশালে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেছে বিএনপি। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্ত্বরে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত করা হয়।
এ সময় মহানগর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে নিরবতা পালন করেন। পরে প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে মহানগর বিএনপি’র সহসভাপতি আব্বাস উদ্দিন বাবলা, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আকবর, সহ-সাধারন সম্পাদক আনোয়ারুল হক তারিন সহ নগরীর বিভিন্ন ওয়ার্ড নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।