ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্যা বাজারে। এ ঘটনায় বাজারের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান, তেলবাহী ট্রাক, একটি বাংলো ঘর পুড়ে ছাই হয়ে যায়। রোববার সন্ধ্যা ৬টার দিকে পাকুল্যা বাজারের ব্যবসায়ী মনোরঞ্জন সাহার মুদি দোকানের সামনে থাকা তেলভর্তি ট্রাকে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।
মুহূর্তের মধ্যে আগুন মনোরঞ্জনের মুদি দোকান ও আশপাশের আরো চারটি দোকান ও ইউপি চেয়ারম্যান আলী এজাজ খান চৌধুরী রুবেলের বাংলো বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মির্জাপুর ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে মনোরঞ্জনের দুই কর্মচারী অগ্নিদগ্ধ হয়।
আগুনে মনোরঞ্জনের দুই কর্মচারী পাকুল্যা গ্রামের চন্ডী রাজবংশীর ছেলে পপ রাজবংশী ও মনিন্দ্র রাজবংশীর ছেলে আনন্দ রাজবংশী অগ্নিদগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।