লক্ষীপুরের রায়পুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ২৫ টি দোকান পুড়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ীরা। মঙ্গলবার ভোর রাতে উপজেলার উত্তর চরবংশী ইউপির মেঘনা উপকূলীলীয় অঞ্চল খাসেরহাট বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোররাতে আবু তাহেরের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।
দোকানঘরগুলো টিনসেড হওয়ার মুহূর্তের মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসী, ফায়ার সার্ভিসের জেলা ও উপজেলা পর্যায়ের ৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দাবি করেন, আগুনে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তাদের। এদিকে কিস্তি থেকে ঋণ নিয়ে সবুজ নামের এক ব্যবসায়ী এ ঘটনা সহ্য করতে না পেরে হ্রদযন্ত্রক্রীয়া বন্ধ হয়ে গুরুতর অসুস্থ হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
রায়পুর ফায়ার স্টেশনের ইনচার্জ ওয়াসি আজাদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা জানান ক্ষয়ক্ষতির পরিমানসহ তালিকা প্রণয়নের কাজ চলছে। তাদের প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন ইউএনও।