ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ওই গোয়েন্দা ড্রোনটি ভূপাতিত করা হয়।
ইসরাইলি গণমাধ্যমের রিপোর্ট উদ্ধৃত করে ফিলিস্তিনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গাজার উত্তরাংশে গতরাতে ড্রোনটি ভূপাতিত করার পর ফিলিস্তিনি যোদ্ধারা এর নিয়ন্ত্রণ নেয়। এ নিয়ে গত দুই সপ্তাহে ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধারা ইসরাইলের চারটি ড্রোন ভূপাতিত করল।
এ সম্পর্কে ইসরাইলের ইংরেজি ভাষার দৈনিক পত্রিকা ‘জেরুজালেম পোস্ট’ বলেছে, ইসরাইলি অনুপ্রবেশের বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার প্রেক্ষাপাটে লেবানন এবং ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি ড্রোনগুলো মাছির মতো পড়ছে।