পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কাঠালতলি এলাকায় বিরোধীয় জমি থেকে উচ্ছেদ করতে সালিস বৈঠকে হামলা করে বেশ কয়েকজনকে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রবিবার রাতে প্রতিকার চেয়ে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সন্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মো: শাকুর লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, আমরা আমাদের ওয়ারিস সুত্রে পাওয়া দলিল মূলে মালিক হয়ে দীর্ঘদিন যাবত দোকানপাট ও ঘরবাড়ি নির্মাণ করে ভোগদখল করে আসিতেছি। পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলাধীন উত্তর কাঠালতলী মৌজার, জে.এল নং-০৭, এস, এ খতিয়ান নং-৩৪,৩৫,৩৬,৩৭,৩৮,৩ ৪,৩৫,৩৬,৩৭,৩৮,৩৯ এ বিরোধীয় ভূমির পরিমান ৪৮ শতাংশ। উক্ত তফসিলি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উপজেলা বিএনপির নামধারী বেশ কয়েকজন আমাদের জমিটি দখল করার পায়তারা করে আসেছে। এ পরিস্থিতিতে গত ১৮ অক্টোবর (শুক্রবার) দুপরে কাঠালতলী বাজারে বিষয়টি আপোষ মিমাংসার জন্য সালিশ বৈঠকে আয়োজন করা হয়। সালিশ চলাকালীন সময়ে আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে মারাত্মক দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হইয়া কাঠালতলী বাজারে আসে এবং সালিসের একপর্যায়ে আসামীগণ উত্তেজিত হইয়া বাদী মো. সরোয়ার হোসাইন (৪৪), মো. আ. সাকুর (২৬), মো. এনামুল হাসান (২৩) এর উপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত হলে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় হামলাকারীদের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবারটি।
হামলায় অংশ নেয়াদের মধ্যে রয়েছেন সুবিদখালী ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী মোঃ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন সহ ১৯ জন। যাদের নাম সরাসরি সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়েছে।
এ বিষয় এক নম্বর অভিযুক্ত সুবিদখালী ইউনিয়ন ভূমি সহকারী মোঃ তারিকুল ইসলাম বলেন, কাঠালতলী বাজারে সালিশ বৈঠক আমি উপস্থিত ছিলাম। দুই পক্ষই তাদের আত্ত্বিয়-স্বজন। সেখানে উপজেলা বিএনপি নেতা আমিনুল ইসলাম খোকন সহ অনেকে ছিলাম। তবে সালিশ এর মধ্যে ভিডিও করা নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। আমরা পাশে দাড়িয়ে ছিলাম। পরে দুই পক্ষ মারামারি। আমি মারামরিতে অংশ নেইনি। আমার বিরুদ্ধে অভিযোগ উদ্দেশ্য প্রনোদিত। আমি মারামারি ছাড়াতেও যাইনি।’
এ বিষয় মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ সামিম আহম্মেদ বলেন, ‘এ ঘটনায় রবিবার রাতে মামলা দায়ের হয়েছে।
আসামীদের গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছেন।