ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দিন দিন বাড়ছে টিউবওয়েল চুরির ঘটনা। গত এক মাসে প্রায় ১৩ বাড়িতে টিউবওয়েল চুরির ঘটনা ঘটেছে। এতে হঠাৎ করে বাড়তি বিড়ম্বনার শিকার হচ্ছে ভুক্তভোগীরা।আর চুরির ঘটনা নিয়ে সাধারণ মানুষের মাঝে উৎকণ্ঠা দেখা দিয়েছে।
জানা গেছে, সম্প্রতি উপজেলার সদর ইউনিয়নের হিন্দু বালিয়াডাঙ্গী,পুরনো জেলখানা এলাকায়,উপজেলার পিছনের এলাকায়ও মাথাভাঙ্গা এলাকায় প্রায় ১৩ বাড়িতে টিউবওয়েল চুরি হয়েছে। এতে অনেক পরিবারের সদস্যই এখন আতঙ্কিত হয়ে পড়েছে।
চরভদ্রাসন সদর ইউনিয়নের হিন্দু বালিয়াডাঙ্গী
গ্রামের সাজ্জাদ হোসেনের বাড়ির টিউবওয়েলটিও চুরি হয় তার ৬ দিন আগে নাঈম ও আব্দুল মান্নানের বাড়ি থেকে গভীর রাতে একটি টিউবওয়েল চুরি হয়। এভাবে এক রাতে শুধু এই এলাকা থেকে ২টি টিউবওয়েল চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগীপুরনো জেলখানা এলাকায়র আব্দুল মান্নান ভুক্তভোগী বলেন, ‘হঠাৎ টিউবওয়েলটি চুরি হওয়ায় ৬ সদস্যের পরিবার নিয়ে খাবার পানির সংকটে আছি। এখন অন্যের বাড়ি থেকে অনেক কষ্ট করে পানি আনতে হচ্ছে।’
বালিয়াডাঙ্গী গ্রামের সাজ্জাদ হোসেন বলেন, ‘ধারণা করা হচ্ছে, মাদকসেবীরা এ চুরির সঙ্গে জড়িত। নেশার টাকা জোগাড় করার জন্য চুরি করছে।’
এ বিষয়ে চরভদ্রাসন থানা ওসি মোঃ আব্দুল ওহাব বলেন, চুরির ঘটনার বিষয়টি আমরা অবগত আছি। তবে কেউ অভিযোগ করেনি। যারা ভাঙাড়ির ব্যবসা করেন, তাদের নজরদারিতে রাখা হয়েছে। আর রাতে পুলিশের টহল অব্যাহত রয়েছে।’