কুমিল্লার লাকসামে এক বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছেলে। শুক্রবার (৫ জুলাই) বিকেল প্রায় সাড়ে তিনটার দিকে উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়ন (নরপাটির) এলাইচ পশ্চিম পাড়া মিয়াজি বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাব উদ্দিন খান। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।
নিহত মা নুরজাহান বেগম (৯০) উপজেলার লাকসাম পূর্ব ইউনিয়ন (নরপাটির) এলাইচ পশ্চিম পাড়া মিয়াজি বাড়ির মৃত. মৌলভী হাবিবুর রহমানের স্ত্রী। ঘাতক তার ছেলে আহসানুজ্জামান বাহার ওরফে পাগলা বাহার (৫৫)। নিহত নুরজাহান বেগমের ৭ ছেলে ১ মেয়ে। বাহার সবার বড়।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘাতক আহসানুজ্জামান বাহার ওরফে পাগলা বাহার বেকার অবস্থায় নিজ বাড়িতে বসবাস করেন। সে জন্মসূত্রে মানসিক রোগী। মানসিক সমস্যা থাকায় বিয়ের পরপরই তার স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। এরপর থেকেই মায়ের সঙ্গেই থাকেন তিনি। ঘটনার সময় তার মা টুকরি আনতে বলায় রেগে গিয়ে রান্না ঘরের সামনে পড়ে থাকা দা দিয়ে ঘাড়ে উপর্যপুর কুপিয়ে হত্যা করে মাকে।
এ সময় বাহারের একমাত্র বোন দেখে দৌড়ে আসলে মায়ের নিথর দেহ ফেলে ছেলে পালিয়ে যায়। পরে পুলিশ এসে গ্রামবাসীর সহযোগিতায় তাকে আটক করে থানায় নিয়ে যায়।
খবর শুনে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য হানিফ সরকার ঘটনাস্থলে আসে।
স্থানীয় সামাজিক ব্যাক্তি মোঃ তাজুল ইসলাম বলেন, বাহার ছোটকাল থেকেই মানসিক সমস্যায় ভোগছেন। আমরা তাকে পাগলা বাহার নামে ডাকি। সবসময় তার মাথা গরম থাকে। একটু এদিকসেদিক হলেই সে পাগলামী শুরু করে।
লাকসাম থানার ওসি সাহাব উদ্দিন খান জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। ঘাতক বাহারকে আটক করা হয়েছে। লাশের সুরুতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।