পটুয়াখালীতে উপজেলা নির্বাচনে ডিজিটাল কারচুপি। এই উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল গত মাসের ২৯ তারিখ, এই উপজেলায় ঘূর্ণিঝড় হওয়ার কারণে পরবর্তী তারিখ নির্ধারিত হয় আজ রবিবার।
এই প্রতিবেদনের সকল তথ্য যাচাই করতে নিচে থাকা ভিডিওটি দেখার অনুরোধ রইলো।
সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হলে, গণমাধ্যম কর্মীদের কাছে বিভিন্ন ঝুঁকিপূর্ণ কেন্দ্র থেকে খবর আসে, একটি বিশেষ গোষ্ঠীকে ভোট দিতে হবে আর সেটি বিশ্বাস করাতে হলে, ভোট দিয়ে ব্যালট পেপারের ছবি তুলে দেখাতে হবে প্রার্থী তথা তাদের আপনজনদের।
উক্ত বিষয়টি বরিশাল বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কমিশনার কে তাৎক্ষণিক জানান গণ মাধ্যম কর্মীরা।
উক্ত ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে ডিজিটাল কারচুপি ফিরেতে, কঠোর পদক্ষেপ বরিশাল বিভাগের আঞ্চলিক নির্বাচন কমিশনারের, যে কারণে সুস্থ ভোটের পরিবেশ ফিরে আসে তাৎক্ষণিক।
পটুয়াখালী সদর উপজেলার ঝুঁকিপূর্ণ একাধিক কেন্দ্রে এ ব্যবস্থা নেয়ায়, উক্ত কেন্দ্রগুলোতে বৃদ্ধি পায় ভোটারদের উপস্থিতি, যে কারণে ফলাফল হয়েছে ভিন্ন এমনটাই মনে করেন সচেতন মহলের নাগরিকরা।
তবে এই নির্বাচনে, দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোন প্রকারের বড় ধরনের দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
দেখুন ভিডিও