সবার অজান্তে পুকুরে পড়ে যায় শিশু মুহিত, মুহুর্তে ভেসে উঠে লাশ, লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির উঠানে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মুহিত (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার(৪ জুন) বিকেলে উপজেলার সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দুপুরের দিকে তার ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহত শিশু মুহিত উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের ভ্যান চালক রশীদুলের ছেলে।
জানা গেছে, উপজেলার দক্ষিণ গড্ডিমারি গ্রামে বাড়ির উঠানে খেলছিল মুহিত। বাড়িতে কেউ না থাকায় সবার অজান্তে পুকুরে পড়ে যায় শিশু মুহিত। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পিছনে। পরে পুকুরের পানিতে শিশুর মুহিতের লাশ ভেসে উঠে। এসময় স্থানীয়রা উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা রুপালী বেগম বলেন, শিশু মুহিতকে বাড়িতে না পেয়ে তার মা ও দাদী অনেক খোঁজাখুজি শুরু করে। পরে আমি তাদের বাড়ির পিছনে গিয়ে দেখতে পাই যে পুকুরের পানিতে মুহিত ভেসে আছে। পরে তাকে উদ্ধার করে হাতীবান্ধা স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে যায়।
এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম হাসান নয়ন বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।