পটুয়াখালীর দশমিনা উপজেলায় কালবৈশাখী ঝড়ের বজ্রপাতে আব্দুর রব হাওলাদার (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রব হাওলাদার কাটাখালী গ্রামের মৃত আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ এপ্রিল) শেষ বিকালে কালবৈশাখী ঝড়-বৃষ্টির মধ্যে মাঠে গরু চড়াতে যান। এসময় ঝড়ের বজ্রপাতে মাঠের মাঝ খানেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে স্বজনরা নিহত আব্দুর রবকে তার নিজ বাড়িতে নিয়ে আসে। এবং বর্তমানে এলাকা জুড়ে এমৃত্যুর শোকের ছায়া নেমে এসেছে।
বজ্রপাতে নিহতের সত্যতা নিশ্চিত করেছেন। দশমিনা সদর ইউনিয়ন পরিষদ সদস্য মো.অলিউল ইসলাম হাওলাদার।