পটুয়াখালী সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা, মৃত আলী আকবর খানের স্ত্রী আমেনা বেগম, এর দুই ছেলে চার কন্যা সন্তান রয়েছে, যেহেতু আমেনা বেগমের ১০০ বছর বয়স তাই বৃদ্ধ বয়সে একটু ভালো থাকার জন্য বড় সন্তান, বারে খানকে দুই মাস আগে তার সকল সম্পত্তি লিখে দেন, উল্লেখ্য, মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, সকাল আনুমানিক ১১ টার সময় বারে খানের মাতা আমেনা বেগমকে ঘর থেকে বের করে দেন বড় ছেলে বারেক খান, বৃদ্ধ আমেনা বেগম তার নিজের একটি ঘরে আশ্রয় নেন, তবে ঐদিন বিকেল বেলা এলাকাবাসী আমেনা বেগমের কান্নার শব্দ শুনে ছুটে আসেন তার কাছে, এসে দেখেন সবাই তার গায়ে আগুন জ্বলছে, এলাকাবাসীর চেষ্টায় আমেনা বেগমের আগুন নিভাতে সক্ষম হলেও পরিবারের সদস্যরা তার চিকিৎসা নিতে কালক্ষেপণ করেন, এমনটাই জানান অত্র এলাকাবাসী। বৃদ্ধা আমেনা বেগম পুরা শরীর নিয়ে দুই থেকে আড়াই ঘন্টা ঘটনাস্থলে পড়ে থাকার পরে ছোট ছেলের সন্তানরা আমেনা বেগমকে ২৫০ শয্যা মেডিকেলে ভর্তি করেন, এদিকে আমেনা বেগমের সাথে থাকা স্বজনরা জানান আমেনা বেগমের তার বুকের দুটি স্তন পুড়ে, গিয়েছে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করলেও বড় ছেলে উন্নত চিকিৎসা নিতে কালক্ষেপণ করছে বলে জানান আমেনা বেগমের সজনরা, আমেনা বেগমের উন্নত চিকিৎসার জন্য এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করছেন তার স্বজনের রা। তবে আমেনা বেগমের গায়ে কিভাবে আগুন লাগল এ বিষয়ে স্থানীয় পর্যায়ে কোনো প্রকারের বক্তব্য পাওয়া যায়নি। তকদির হোসেনের তথ্যচিত্রের ডেক্স রিপোর্ট স্বাধীন বাংলা টিভি