গ্রেফতারকৃত মোসা.হোসনেআরা বেগম (৪৫) গলাচিপার ছোট শিবা গ্রামের বাসিন্দা এবং তার স্বামী একই এলাকার সিকান্দার শিকদারের ছেলে মো.সেলিম সিকদার।
রোববার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিওিতে মৃধা বাড়ির সড়কের মোঃ শহিদুল ইসলামের বাসায় ভাড়া টিয়া স্বামী স্ত্রীর নিকট থেকে ৫কেজি ৩০০ গ্রাম গাঁজা সহ ১টি মোবাইল ফোন ২টি সিম গাঁজা বিক্রির নগদ টাকা সহ তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব- ৮ এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা জানান, তারা দীর্ঘদিন ধরে ব্যবসার সাথে জরিত। পটুয়াখালীর বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে গাঁজার ব্যবসা করে আসছিল।
উদ্ধারকৃত গাঁজার অবৈধ বাজার মূল্য আনুমানিক ১ লাক্ষ ৩২ হাজার ৫০০ টাকা। র্যার বাদী হয়ে পটুয়াখালী সদর থানার মাদকদ্রব্য আইনে এটি মামলা দায়ের করা হয়ে থাকে।