তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির ঘোষণার কয়েক ঘণ্টা পরই নাটোরের সিংড়ায় অবৈধ বানার বেড়া উচ্ছেদ করলেন প্রশাসন।
আজ বিকেলে সিংড়া উপজেলার ইটালি ইউনিয়নের ইন্দ্রাসন বিলের খাল থেকে ৩ টি অবৈধ বানার বেড়া উচ্ছেদ করা হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান।
অভিযান সূত্রে জানা যায়, সিংড়া উপজেলার বিভিন্ন খালে কৃত্রিম বাঁধ তৈরী করে অবৈধভাবে মাছ শিকার করে আসছিল প্রভাবশালী ব্যক্তিরা। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল ইমরান জানান, অভিযান পরিচালনা করে ৩ টি অবৈধ বানার বাঁধ অপসারণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন, সিংড়া থানার উপ-পরিদর্শক আঃ রহিম প্রমুখ।