ছুটির সময়টা লিওনেল মেসি কাটান জন্মভূমি আর্জেন্টিনাতেই। রোজারিওতে মেসির একটি বাড়ি আছে। বড়দিনের ছুটিতে পরিবার নিয়ে সেখানেই চলে যান পিএসজির এই তারকা ফুটবলার। তবে বৃহস্পতিবার ভোর রাতে যা ঘটল, তাতে মেসি আর সহজে আর্জেন্টিনায় ফেরেন কি-না, সেটাই এখন বড় প্রশ্ন।
রোজারিওতেই লিওনেল মেসির স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর পরিবারের মালিকনাধীন একটি সুপারমার্কেট আছে। সেখানে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাতে এলোপাতারি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। গুলি করার সময় মার্কেট বন্ধ ছিল। বাইরে থেকে স্টিলের দরজায় গুলি করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান দুজন লোক। চলে যাওয়ার আগে অবশ্য রাস্তায় একটি কাগজ ফেলে যায় তারা। যেই কাগজে মেসিকে দেওয়া হয় মৃত্যু হুমকি।
কাগজে মৃত্যু হুমকিটি ছিল এ রকম, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (রোজারিওর মেয়র) পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না। ’
রোজারিওর সান্তা ফের ওই সুপারমার্কেটে ১৪টি গুলি করা হয়েছে বলে জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম কাদেনা ৩ রোজারিও। আর্জেন্টিনার অপরাধ তদন্ত বিভাগ এআইসি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। ঘটনাস্থলে সাধারণ মানুষের যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে।