বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গেছেন। সোমবার বিকাল পৌনে ৫টার দিকে তিনি হাসপাতালে পৌঁছান।
এর আগে বিকাল ৪টার দিকে তিনি গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেন। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নতুন কোনো অসুস্থতা বা স্বাস্থ্যের অবনতি নয়, রুটিন চেকআপ এর জন্য বিএনপি নেত্রীকে হাসপাতালে আনা হয়েছে। এর আগে ২০২২ সালের ২৮ আগস্টে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।