মঙ্গলবার ২১’শে-ফেব্রুয়ারি বিকেল ৫ টার সময় ডিসি স্কয়ার মাঠের প্রবেশ গেটে ফিতা কেটে মেলার উদ্ভোধন করা হয়। এছাড়াও মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরে ডিসি মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পটুয়াখালী জেলা প্রশাসক শরিফুল ইসলাম এর সভাপতিত্বে উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট শাহজাহান মিয়া। বিশেষ অতিথি, সংসদ সদস্য অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা পুলিশ সুপার সাইদুল ইসলাম (বিপিএম),(পিপিএম), জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ভিপি, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার।
এছাড়াও পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক আব্দুস সালাম আরিফ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।