এর উদ্যোগে এক শোক র্যালী বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লীতে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে সকল শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও পুস্পস্তবক অর্পণ করেন “বান্ধব জামালপুর”।
উল্লেখ্য যে, “বান্ধব জামালপুর” মূলত সমবয়সী বন্ধুদের নিয়ে গঠিত একটি সামাজিক, সাংস্কৃতিক, অরাজনৈতিক ও বিনোদনমূলক ভার্চুয়াল সংগঠন।
শোক র্যালী ও পুস্পস্তবক অর্পণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন এডমিন প্যানেল, উপদেষ্টা, সদস্য ও বান্ধব পরিবারের নিম্নোক্ত সদস্যরা মোস্তাফিদুল হাসান রিপন, সোহেল সেলিম চৌধুরী, রাকিব উদ্দিন, শাহিনুর রহমান, খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, কামরুন্নাহার পলিন, খন্দকার লিপি, আব্দুর রশিদ গঙ্গা, মীর মোশাররফ মিঠু, তারিক ফেরদৌস, মো: মূলতান , সানি,
আসাদ, টুটুল সহ আরো অনেকে ।
আরো পড়ুন বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান ও সহ-সুপার শিক্ষক সমিতির মানববন্ধন