আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, করোনাকে মোকাবিলা করে ঘুরে দাঁড়িয়েছে ঠিক তখনই একটি চক্র ষড়যন্ত্রে নেমেছে।
তিনি বলেন, স্বাধীনতা বিরোধী জামাত শিবির আজ অর্থ বিনিয়োগ করে আন্তর্জাতিক মিডিয়া ভাড়া করে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টার’স ম্যান’ শীর্ষক প্রতিবেদন প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, স্বাধীনতা বিরোধীদের যখন বাঁচাতে একটি শক্তি কাজ করেছিল আজ তারাই ষড়যন্ত্র করছে। তাদের দলে অনেকের মধ্যে একজন আইনজীবীর মেয়ের ইহুদি জামাতা দেশের বিরুদ্ধে এসব তথ্য কাট-পিস করে অপপ্রচার করেছে।