তুরস্কের দক্ষিণাঞ্চলের শহর আন্তাকায়ায় ধ্বংসস্তুপের নিচ থেকে ৭৯ ঘণ্টা পর দুই বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত তুরস্ক এবং সিরিয়া মিলে ভূমিকম্পে একুশ হাজারের বেশি মানুষ মারা গেছে।
তুরস্কের হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশন (আইএইচএইচ) এর একটি ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা আন্তাকায়ার একটি ভবনের ধ্বংসস্তুপের মধ্যে তাকিয়ে আছে এবং শিশুটিকে একটি সংকীর্ণ জায়গা দিয়ে কাঁদতে কাঁদতে টেনে বের করছে। একজন উদ্ধারকর্মী তার মুঠোফোনে ঘটনাটির ভিডিও ধারণ করেন।
পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে প্রচার করা হয়।
তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএফএডি) একজন কর্মী শিশুটিকে স্বাস্থ্যকর্মীদের কাছে হস্তান্তর করেছেন। দক্ষিণ তুরস্কে ভূমিকম্পের কারণে কয়েক হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। ঠান্ডা আবহাওয়া এবং প্রয়োজনীয় জিনিসের অভাব সহ্য করতে হচ্ছে। উদ্ধার অভিযান চললেও, ধীরে ধীরে ধ্বংসস্তুপের মধ্যে আটকে থাকা মানুষের বেঁচে থাকার আশা ম্লান হয়ে আসছে।
সূত্র: ৯নিউজ।