বিচ্ছেদের এক বছর পর চাঁপাইনবাবগঞ্জ আদালতে পুনরায় বিয়ে হয়েছে পারভিন-রাকিব দম্পতির। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ন কবীরের নির্দেশে তাদের বিয়ে পড়িয়ে দেওয়া হয়।
এসময় আদালতে দুই পরিবারের লোকজন ও উভয় পক্ষের আইনজীবীর উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়।
আদালত সূত্র জানায়, সাড়ে চার বছর আগে জেলার শিবগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের জামাল মিয়ার ছেলে মো. রাকিব আলী ও কর্ণখালী মির্জাপুর গ্রামের মনিরুল ইসলামের মেয়ে পারভীন খাতুনের বিয়ে হয়।
পারিবারিক কলহের জেরে ৯ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। পরে আদালতে মামলা করেন পারভীন খাতুন।
বিয়ের নিবন্ধন করা কাজী রুহুল আমিন বলেন, বেশ কিছু দিন ধরে মামলাটি আদালতে চলমান ছিল। এ নিয়ে আদালত সাক্ষীদের বক্তব্য গ্রহণ করেন। পরে দুই পরিবার ও স্বামী-স্ত্রীর সম্মতি নিয়ে পুনরায় বিয়ের সিদ্ধান্ত হয়। পুনরায় বিয়েতেও আগের দেনমোহর এক লাখ ৩০ হাজার ১০০ টাকা রাখা হয়েছে।