আবারও সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা। সিনিয়রদের পর এবার বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের নারী ফুটবলাররা দেশকে ভাসালেন আনন্দে।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নেপালকে ৩-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাংলাদেশ।
গত বছরের সেপ্টেম্বরে নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের হারিয়ে বিজয়ের পতাকা উড়িয়েছিলেন সাবিনা-কৃষ্ণারা।
সাড়ে ৫ মাসের ব্যবধানে সেই নেপালকে আবারও হারিয়ে দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করলেন সাবিনাদের অনুজ শামসুন্নাহার জুনিয়র-রূপনা চাকমারা।
কমলাপুর স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ৪২ মিনিটে শাহেদা আক্তার রিপা ও ৪৫ মিনিটে অধিনায়ক শামসুন্নাহার গোল করলে ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় স্বাগতিক মেয়েরা। দ্বিতীয়ার্ধে ব্যবধান ৩-০ করেন উন্নতি খাতুন। এরপর ম্যাচে আর কোনো গোল না হওয়ায় বড় জয়েই শিরোপা উল্লাসে মাতে স্বাগতিকরা।
বিস্তারিত আসছে…
বিস্তারিত আসছে…