পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় গাজাঁসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের গাইয়াপাড়া লঞ্চঘাট থেকে ১৫ গ্রাম গাজাঁসহ আটক করা হয়। আটককৃত হলেন- ওই ইউনিয়নের চর-গঙ্গা গ্রামের মো.মান্নান হাওলাদারের ছেলে জাহিদ হাওলাদার (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত আসামি ক্রয়,বিক্রয়ের উদ্দেশ্য অবস্থান করে। এমন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এস আই) নাজমুল হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জগলুল হাসান বলেন,মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।