বিমান উড্ডয়নের আগেই বিমানবালার সঙ্গে তর্কে জড়ালেন এক যাত্রী। বাগ্বিতণ্ডায় উত্তপ্ত হয়ে ওঠে বিমানের অভ্যন্তরীণ পরিস্থিতি। পরে ওই যাত্রীকে নামিয়ে দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। দিল্লি থেকে হায়দরাবাদগামী স্পাইসজেটের একটি বিমানে সোমবার এ ঘটনা ঘটে।
অভিযুক্ত যাত্রীর নাম অবসর আলম। খবর আনন্দবাজার।
বিমানবালার সঙ্গে তর্কে জড়ানোর ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এতে দেখা গেছে, এক যাত্রী তার আসন থেকে উঠে দাঁড়িয়ে বিমানসেবিকার সঙ্গে উচ্চস্বরে কথা বলছেন। বিমানসেবিকাও জবাব দিচ্ছেন উত্তেজিত হয়ে। বিমানের অন্য কর্মীরা তাদের মধ্যে তর্ক থামানোর চেষ্টা করছেন।
বিমানসেবিকার সঙ্গে দুর্ব্যবহার করার সময় অন্য এক যাত্রী অভিযুক্তের পক্ষ নিয়ে কথা বলেছিলেন। বিমান থেকে নামিয়ে দেওয়া হয় তাকেও। তারা দু’জন এক সঙ্গেই যাত্রা করেছিলেন।
দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি আকাশে ওড়ার আগেই ওই যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। বিমানবন্দরের নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেওয়া হয় তাদের। পরে মূল অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করা হলে তাকে গ্রেপ্তার করে পুলিশ।