রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মোবাইল ছিনতাইয়ের সময় দুজনকে আটক করেছে শিক্ষার্থীরা৷ এসময় ছিনতাইকাজে ব্যবহৃত মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয় শিক্ষার্থীরা৷আটকরা হলেন- নগরীর তেরখাদিয়া এলাকার সাকিল উদ্দিনের ছেলে সাহিন আহমেদ ধ্রুব এবং কোর্ট স্টেশন এলাকার রবিউল ইসলাম কালুর ছেলে ফয়সাল।
আজ রোববার রাত ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়াউর রহমান হলের পাশে এ ঘটনা ঘটে৷ পরে তাদের মারধর করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করে শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আটকদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে।