রান্না ঘরের মাটির নিচে সিমেন্টের প্লাস্টার করিয়া গাঁজা লুকাইয়া রাখিয়াও শেষ রক্ষা হলো না মাদক সম্রাট একাধিক মাদক মামলার আসামী মোঃ শানু গাজী’র।
মহিপুর থানা পুলিশ জানান, একাধিক মাদক মামলার আসামী মোঃ শানু গাজী অভিনব কায়দায় মাদক লুকিয়ে রেখে দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসিতেছিল।
শুক্রবার (২০) জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার ওসির নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আল-আমিন মিয়া, সংগীয় এসআই (নিঃ) মোঃ সাইফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ বায়েজীদ হোসেন ও সঙ্গীয় ফোর্স আলিপুর থ্রি পয়েন্টে অভিযান চালিয়ে অভিনব কায়দায় আটককৃত শানু গাজী তার রান্না ঘরের চুলার পাশে মাটির নিচে টিনের ড্রামের মধ্যে ০৭(সাত) কেজি গাঁজা রাখিয়া তাহার উপরে সিমিন্টের প্লাস্টার করিয়া লুকাইয়া রাখিলেও তাহার সকল কৌশল ব্যর্থ করে গাঁজা উদ্ধার সহ গাঁজা বিক্রির নগদ ৩১,৯০০ (একত্রিশ হাজার নয়শত) টাকা উদ্ধার করা হয়।
আটককৃত শানু গাজী (৪৮) আলিপুর গ্রামের বাসিন্দা মোঃ ইউসুফ গাজীর ছেলে।মহিপুর থানার ওসি খন্দকার আবুল খায়ের বলেন, আটককৃত শানু গাজী একজন চিন্তিত মাদক ব্যবসায়ী।
সে দীর্ঘ বছর যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এব্যাপারে মাদক আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হবে।