ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান। টেস্টকে সামনে রেখে চতুর্থ দিনের অনুশীলনে প্রায় এক ঘন্টা ব্যাটিং প্র্যাক্টিস করেন দেশসেরা এই অলরাউন্ডার। স্পিন আর পেস বোলারদের বিপরীতে বেশ স্বাচ্ছন্দেই সময় কাটান সাকিব।
আজ সাগরিকায় যেন আক্ষরিক অর্থেই দুপুরের তপ্ত রোদে স্বস্তির শীতল বাতাস বয়ে গেলো। ইনজুরি কাটিয়ে অবশেষে ব্যাট হাতে অনুশীলনে ফিরেছেন সাকিব আল হাসান।
এদিন দুপুর নাগাদ গোটা দল প্র্যাক্টিস শুরুর খানিক বাদেই মাঠে প্রবেশ করেন সাকিব। দুই নেট বোলারকে দিয়ে শুরু করেন অনুশীলন। মোটামুটি দুই ওভার পরেই সাকিবের বিপরীতে যোগ দেন তাইজুল।
রিকভারি কতটা হয়েছে তা বোঝার জন্য কোন ছাড় দিতে চান নি ওয়ানডে সেরা এই অলরাউন্ডার। স্পিনের পাশাপাশি পেস পরখ করতে ডাক দেন সাকিবকে। বল মোকাবেলার সময় টাইগার অলরাউন্ডারের বডি ল্যাঙ্গুয়েজ ছিল বেশ ইতিবাচক।
আত্মবিশ্বাসের ছোয়া পেয়ে নেট ছেড়ে সোজা সেন্টার উইকেটে চলে যান সাকিব। হেড কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে পরামর্শ করে হাসান মাহমুদের সাথে অনুশীলন চালিয়ে যান মিনিট পনেরো।
দলের বড় অস্ত্রকে পেয়ে সতীর্থরাও ছিলেন ফুরফুরে। লিটন দাসের কথায় স্পষ্ট সাকিবের উপস্থিতি কতটা এডভান্টেজ এনে দেয় গোটা দলকে।