নেত্রকোণায় নেত্র বন্ধু ৯২ মেধাবৃত্তি-২০২২ কৃতি শিক্ষার্থী সম্মানা ও সনদপত্র প্রদান অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্বাছ আলী খান স্মৃতি মিলনায়তন নেত্রকোণা পৌরসভায় মোঃ শফিউল আলম খানের সঞ্চালনায় নেত্র বন্ধু ৯২ মেধাবৃত্তি-২০২২ কৃতি শিক্ষার্থী সম্মানা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিজ, সহকারী অধ্যাপক নেত্রকোণা মেডিকেল কলেজ ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম,জেলা প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ খাইরুল ইসলাম লিটু, ডাক্তার আব্দুল গনি, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু হাসান মোঃ রেজাউল করিম।
এছাড়াও উপস্থিত ছিলেন, নেত্র বন্ধু ৯২ ব্যাচের প্রণব রায় রাজু, মোঃ রফিকুল আলম, বিপ্লব চক্রবর্তী,রিমন, বিপলু, মানিকসহ নেত্র বন্ধু ৯২ ব্যাচের সকল বন্ধুরা।
পরে মেধাবৃত্তি উপ কমিটির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামের সহযোগিতায় মেধাবৃত্তি-২০২২ নেত্রকোণা পৌর শহরের ২৫ জন শিক্ষার্থীর মাঝে সম্মানা ও সনদপত্র প্রদান করা হয়।