গত কয়েকদিন ধরেই শীত জেঁকে বসেছে পাবনার বিভিন্ন এলাকায়। ঘন কুয়াশার কারণে সদর উপজেলাসহ জেলার প্রায় সর্বত্র সড়ক ও মহাসড়কে সকাল থেকে অধিকাংশ যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
আবহাওয়া অফিসের দেয়া তথ্য অনুসারে, আজ মঙ্গলবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রী সেলসিয়াস ছিল ঈশ্বরদীতে। গতকাল সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৫ ডিগ্রী সেলসিয়াস।
এ রকম আবহাওয়া আরও কয়েকদিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জানুয়ারির শেষ পর্যন্ত তীব্র থেকে মাঝারি আকারে শীত বিরাজ করবে বলেও সংশ্লিষ্টরা জানান।
ঘন কুয়াশার সাথে হিমেল বাতাস যুক্ত হওয়ায় নিম্ন আয়ের মানুষ দুর্ভোগে পড়েছে। শীত আরও বৃদ্ধি পেলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে বলে নিম্ন আয়ের মানুষেরা আশংকা প্রকাশ করেছেন।