রাশিয়ার তীব্র ক্ষেপণাস্ত্র হামলার মধ্য দিয়ে নতুন বছর শুরু হলো ইউক্রেনের। নতুন বছরের প্রথম প্রহরে দেশটির রাজধানী কিয়েভে মুহুর্মুহু হামলা হয়েছে। এতে একজন নিহত এবং অনেকে আহত হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।
কিয়েভ মেয়ার ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে জানিয়েছেন, নতুন বছর শুরু হওয়ার ৩০ মিনিট পরে কিয়েভের দুই জেলায় হামলা হয়।
তবে তাৎক্ষনিকভাবে হতাহতের কোন খবর জানাতে পারেননি তিনি।
কিয়ভেরর সামরিক প্রশাসন দাবী করে বলেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিলো এবং রাশিয়ার ২৩টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
এর আগে জেলেনস্কি বলেন, বিজয়ের জন্য আমরা লড়ছি, লড়ে যাব। আমি সব ইউক্রেনীয়দের বলতে চাই, আপনারা অসাধারণ। দেখুন আমরা কি করেছি আর কি করছি। আমরা আমরা একত্রে লড়াই করছি, একটি দেশ হিসেবে। শনিবার ইউক্রেন জুড়ে ২০টির বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় মস্কো।