বেসরকারি খাতে জ্বালানি আমদানি চলতি মাসেই উন্মুক্ত হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি জানান, এ সংক্রান্ত নীতিমালা করা হয়েছে।
রোববার (১ জানুয়ারি) রাজধানীতে বিদ্যুৎ ভবনে ডিপিডিসির স্মার্ট গ্রিড পাইলট প্রকল্পের অংশীজনদের ওয়ার্কশপে প্রতিমন্ত্রী এসব কথা জানান। তিনি আরও জানান, জ্বালানি আমদানির বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই ঘোষণা আসবে।
এছাড়া পর্যায়ক্রমে বিদ্যুৎ বিতরণও বেসরকারি খাতে ছেড়ে দেয়ার পরিকল্পনা আছে বলেও জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খোলা বাজারের উপর ছেড়ে দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছে। এতে প্রতিযোগিতা তৈরি হবে। বিশ্ববাজারে সাথে তাল মিলিয়ে দাম সমন্বয় হবে। সেইসাথে সেবাও উন্নত করতে হবে।