পটুয়াখালীর রাঙ্গাবালীতে সিআর মামলার ১ বছর ৬ মাস (৪ হাজার) টাকার সাজা প্রাপ্ত আসামি মো. রুবেল (৩০) নামের এক চৌকিদার কে গ্রেফতার করেছ রাঙ্গাবালী থানা পুলিশ।
শনিবার ১২টার সময় উপজেলার যুগির হাওলা গ্রাম থেকে মো. রুবেল কে গ্রেফতার করে। রাঙ্গাবালী ইউনিয়নের ০৬নং ওয়ার্ড যুগিরহাওলা গ্রামের তোতা মিয়া খার ছেলে রুবেল। পুলিশ জানান, সিআর ৩২/২২ সিনিয়র জুডিসিয়াল মেজিস্ট্রেট আদালত ভোলার কোর্টে মামালা দায়ের করে রুবেলের স্ত্রী সেই মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম মজুমদার জানান, রুবেল রাঙ্গাবালী সদর ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের চৌকিদার ছিলেন। স্ত্রীর করা একটি মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।