রাজধানীর উত্তরখানে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে মা-মেয়েসহ ৩ জন দগ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরখান রাজাবাড়ি আটিপাড়া ড্রিম প্যালেস নামের একটি ৮তলা ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন ডালিয়া আক্তার (৩৫), তার মা আলেয়া বেগম (৫০) ও ডালিয়ার ভাতিজি আনজানা রহমান লাইজু (৩০)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধ ডালিয়ার স্বামী মো. দবিরুল ইসলাম বলেন, ওই ভবনের তৃতীয় তলায় নিজেদের ফ্ল্যাটে থাকি। সন্ধ্যায় ডালিয়া, তার মা আলেয়া বেগম ও ভাতিজি লাইজু রান্নাঘরে যান। পরে গ্যাসের অটো চুলাতেই বিকট বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তাদের ৩ জনের শরীরে আগুন ধরে যায়।
বার্ন ইনস্টিটিউটের এক কর্তব্যরত চিকিৎসক জানান, তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।