পটুয়াখালীর গলাচিপায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুদা মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত নয়টায় উপজেলার চরখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এঘটনায় বৃহস্পতিবার বিকালে ওই শিশুর মা বাদী হয়ে গলাচিপা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ওই শিশুর মা দীর্ঘদিন ধরে অসুস্থ। গত রোববার সে ও তার স্বামী ওই শিশুকে প্রতিবেশিদের কাছে রেখে ঢাকায় ডাক্তার দেখাতে যান।
এ সুযোগে গত বুধবার দুপুরে উত্তর চরখালী গ্রামের দুদা মিয়া ওই শিশুকে তার বসত বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এতে ওই শিশু অসুস্থ হয়ে পড়লে তাকে গলাচিপা হাসপাতালে ভর্তি করা হয়।গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন জানান, আসামিকে আজই আদালতে প্রেরণ করা হবে।