https://youtu.be/xoAJdXS0ihA
পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধার নিজস্ব ব্যবস্থাপনায় সহস্রাধিক নিন্ম আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বিকেলে পটুয়াখালী পৌর এলাকার এক নং ওয়ার্ডের হাজী হামেজ উদ্দিন মৃধা ডিগ্রি কলেজ মাঠে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সেলিম মৃধা, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অসিম মৃধা ও জনতা কলেজের সহযোগী অধ্যাপক নাসির মৃধাসহ স্থানীয় আওয়ামীলীগের নেতা ও কর্মীবৃন্দরা।
এসময় এড সুলতান আহমদ মৃধা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ, দলের নেতা কর্মীদের নিন্ম আয়ের ও ছিন্নমূল মানুষের পাশে দাড়াতে হবে। আমরা বিভিন্ন সময়ে সরকারি সহযোগিতার পাশাপাশি ব্যক্তিগত ও দলীয় ভাবে মানবিক সহায়তা প্রদান করে আসছি।
এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা উপহার হিসেবে কনকনে ঠান্ডায় প্রকোপ থেকে সুরক্ষায় শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে। পটুয়াখালী প্রতিনিধি।