আর্জেন্টিনার গোলে উল্লাস করতে গিয়ে যশোরের ঝিকরগাছায় নিমার্ণাধীন সেতুর রডে বিদ্ধ হয়ে রাকিব হোসেন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসেন ঝিকরগাছা পৌর এলাকার ২নং ওয়ার্ডের কৃষ্ণনগর ধোপাপাড়া গ্রামের আসলাম হোসেনের ছেলে। তিনি ঝিকরগাছা বাজারের স্বপ্নভূমি শপিং সেন্টারে লাবিয়া ফ্যাশনে (গার্মেন্টস দোকান) কর্মরত ছিলেন।
যশোরের ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফুটবল ফাইনাল খেলা দেখার জন্য কাটাখাল ব্রিজ সংলগ্ন পার্কে বড় পর্দার ব্যবস্থা করা হয়। খেলা দেখার জন্য কাটাখাল ব্রিজ সংলগ্ন পার্কে আসেন রাকিব। খেলা চলাকালীন আর্জেন্টিনা প্রথম গোল করে। তখন আনন্দ উল্লাসের মুহূর্তে কাটাখাল ব্রিজের দক্ষিণ সাইডে পড়ে যায় সে এবং মাথায় আঘাত প্রাপ্ত হয়। তখন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।