রাজধানীর ডেমরার সানারপাড় এলাকায় সন্তানসহ পাঁচ তলা ভবনের ছাদ থেকে পড়ে নারী ও শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে।
ভোর সাড়ে ছয়টার দিকে মা ও শিশুর ছাদ থেকে পড়ে গেলে প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। স্ত্রী হালিমা বেগমকে তখনই মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
মায়ের মৃত্যুর ৩ ঘণ্টা পরে মারা যায় সাথে থাকা ১৫ মাসের শিশুও। ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দাম্পত্য কলহের জেরেই আত্মহত্যা করেছে হালিমা বেগম। নিহতের স্বামী শাহিনুর ইসলাম সোনারগাঁও স্কুলে শিক্ষকতা করতেন।
এ ঘটনায় স্বামী শাহিনুরকেও আটক করেছে ডেমরা থানা পুলিশ। এটি হত্যা না আত্মহত্যা সেটি তদন্তের পর জানা যাবে বলেও জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।