মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে মাদ্রাসা থেকে হ্যান্ডকাপ পরিয়ে কিশোরকে অপহরণ। ইজতেমা ময়দানে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক জেলা জজের ড্রাইভার পরিচয়ে অবৈধভাবে জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন পটুয়াখালীতে হত্যার উদ্দেশ্য সাংবাদিককে বেধরক মারধর থানায় মামলা। কসম পাচার কালে মূল হোতা আটক গলাচিপায় চেতনানাশক দ্রব্য ব্যবহার করায় মা-ছেলে অসুস্থ  গলাচিপায় পাচারের সময় ১৭ কচ্ছপসহ ব্যবসায়ী আটক লালমনিরহাটে আ.লীগ নেতা সুমন খান ও স্ত্রীর ব্যাংকে ২৩৭ কোটি টাকা, অর্থপাচার মামলা গলাচিপায় পুলিশের মধ্যস্থতায় আড়ৎদারের টাকা ফেরত দিয়েছেন ফল ব্যবসায়ী গলাচিপায় জেলেদের মাঝে চাল বিতরন

পটুয়াখালীতে বিএনপির নেতার বসতবাড়ি জবর দখলের চেষ্টা,সংবাদ সম্মেলন।

পটুয়াখালী প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১৩০ সময় দর্শন

পটুয়াখালী সদর উপজেলার ২ নং বদরপুরের শিয়ালী গ্রামের মো: আমিন ফজলুল করিম এর ছেলে বি এন পির নেতা মো: ফরিদ উদ্দিন মাল গতকাল রাত ৮: ৩০ মি. এর সময় জেলা প্রেসক্লাব সদর রোড এর হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেণ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সম্মানিত সভাপতি এইচ এম আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ এবং প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ। এ সময় ফরিদমাল তার লিখিত বক্তব্যে তিনি বলেন, মো: জিল্লুর রহমান সাবেক চেয়ারম্যান মির্জাগঞ্জ কাকড়াবুনিয়া ইউনিয়ন ,আলেয়া বেগম , জয়নাল খন্দকার ও আফজাল খন্দকার এদের নিকট থেকে দীর্ঘ প্রায় ৩০ বছর পূর্বে নিম্ন লিখিত তফসিল বর্ণিত সম্পত্তি ভোগদখল করে আসছেন।

উল্লেখিত জমির পরিচয় খতিয়ান যথাক্রমে ২০২৫,২৪,২৬ এবং বর্তমানে তার নিজেস্ব খতিয়ান ২১৩০ এবং ১৪০৮,১৩৬৯,১৩৭০,১৪০৫,১৪০৯,৪৩১৮,৪৩১৯,৪৩২১ নং দাগ সমুহ থেকে মোট ০.১৮ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিল এবং ১৪০৮ নং দাগে ভোগ দখল রয়েছে। তিনি আরো বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পির রাজনিতির সাথে ওতপ্রতো ভাবে জরিত থাকার কারণে একটি মহল আমার রাজনৈতিক বিষয় পুজি করে আমাকে বিভিন্ন ভাবে হয়রাণী করে আসছে এবং আমার ক্রয় ক্রিত জমি জবরদখলের পায়তারা করছে।

এরই ধারাবাহীকতায় গত ২৩/০৩/২০২১ তারিখ পটুয়াখালী পুলিশ সুপার বরাবরে একটি লিখিত আবেদন দায়ের করি যার নং ৪৪৮/ এমপি যা চলমান রয়েছে । ইতিমধ্যে আমার জমি জবরদখলের জণ্য একই বাড়ীর এজমালী সম্পত্তির অংশিদার মৃত্যু কাছেম খন্দকারের ছেলে খোন্দকার মজিবরসহ আরো ৭/৮জন পায়তারা চালাচ্ছে, ইতিমধ্যে এ বিষয়ে একটি সাত ধারা মামলা নং ২৭০/২২ আদালতে বিচারাধীন রয়েছে । এদিকে গত ১৪ ডিসেম্বর দুপুর ১টায় আমার নিজ বসত বাড়ীতে অতর্কিতে জমি জবরদখলের চেষ্টা করে এবং হামলা চালায়। আমি বাধা দিলে আমাকে বিভিন্ন হয়রানী মূলক মিথ্যা মামলা এবং আমার ঘরবাড়ী দখলসহ আমাকে প্রাণে মারার হুমকি অব্যাহত রেখেছে।

 

এ ছারাও গতকাল সকাল ১০ ঘটিকায় আমার বিাড়ীতে পূণরায় হামলা চালায় এবং আমাকে সহ পুরো পরিবারকে প্রাণে মারার হুমকি অব্যাহত রেখেছে। জদিও আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ নেয়ার বিষয় কাজ করছি, এক প্রশ্নের জবাবে ফরিদমাল বলেন, আমি যে দলই করিনা কেন আমি বাংলাদেশের একজন নাগরীক হিসেবে নাগরীক বৈশম্যের স্বীকার কেন হবো। দলমত নির্বিশেষে এ দেশের নাগরীক হিসেবে আমি আমার এবং পরিবারের নিরাপত্তা কামনা করছি।

তিনি আরো বলেন একজন স্বাধীন দেশের নাগরীক হিসেবে জেলার আইণশৃঙ্খলা বাহীনির কাছে আমি এবং আমার পরিবারের নিরাপত্তা নিশ্চতে তাদের একাপন্ত সহযোগীতা কামনা করছি। পরিশেষে তিনি সাংবাদিকদের মাধ্যমে আইণশৃঙ্খলা বাহীনির কাছে তার জমি রক্ষাসহ তার সার্বিক নিরাপত্তার জন্য জোর দাবী জানান।

আরো পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

পড়ুন এই বিভাগের আরও খবর

Chairman Md. Azadul Islam. CEO Md. Amir Hossain. Editor S, M, Shamim Ahmed. Managing Director Md. Lokman Mridha, office House # 43 ( Ground Flooor ) 47 Road No. 30, Mirpur, Dhaka Division - 1216

 

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তা-হোস্ট
tmnews71