অতিবৃষ্টি ও বন্যা শেষে তীব্র রোদের কারণে এবার শীতকালীন শাক-সবজির উৎপাদন কমছে জামালপুরে। জেলার চরাঞ্চলসহ প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হলেও, এখনো অনাবাদি পাঁচশ হেক্টর জমি।
জেলায় প্রতিবছর গাছে গাছে বেগুন, টমেটো, লাউসহ নানারকম শীতকালীন সবজি থাকে। নদী বেষ্টিত জামালপুরে পলির কারণে ফসলী জমির উর্বরতা বাড়ে অনেক
ফলে সবজির আবাদ হয় প্রচুর। তবে এবছর দেখা গেছে ভিন্ন চিত্র।
কাঙ্ক্ষিত জমিতে সবজির আবাদ না হওয়ায় শঙ্কায় কৃষকরা। তারা বলছেন, এ বছর বন্যা কম হওয়ায় জমিতে পলি নেই। তার উপর অতিবৃষ্টি ও তীব্র রোদের কারণে নষ্ট হয়েছে বহু ফসল। তবে কৃষকরা ক্ষতির আশঙ্কা করলেও, কৃষি বিভাগ বলছে পরিস্থিতি মোকাবেলায় কাজ করছেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জামালপুরে উৎপাদিত শাক-সবজি জেলার চাহিদা মিটিয়ে যায় অন্যান্য শহরে। বৈরী আবহাওয়া, পোকার আক্রমণ ও রোগ-বালাই প্রতিরোধে কৃষকদের পরামর্শ ও সহায়তায় কাজ করছেন মাঠ কর্মকর্তারা।
উল্লেখ্য, চলতি বছর শাক-সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৮শ ৯০ হেক্টর জমিতে আর এ পর্যন্ত আবাদ হয়েছে ১২ হাজার ৯শ হেক্টর জমিতে।