তিনটি পদক্ষেপ নিলে রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি বলেন, এই যুদ্ধ থামাতে ইউক্রেনে আরও অস্ত্র সরবরাহ করতে হবে, ইউক্রেনের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে এবং কূটনৈতিক তৎপরতা আরও বাড়াতে হবে। সোমবার জি৭ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি উন্নত অর্থনীতির দেশ) এর সাথে ভার্চুয়াল এক বৈঠকে এসব কথা বলেন জেলেনস্কি। খবর আরটির।
জি৭ এর উদ্দেশ্যে জেলেনস্কি বলেন, ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে আগামী বছরও সহযোগিতার এই ধারা অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনের একটি নতুন বাহিনী গঠন করতে হবে যার জন্য আরও অত্যাধুনিক ট্যাংক, আর্টিলারি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন।
তিনি বলেন, আগামী বছরেও আমাদের অর্থনীতি ও জ্বালানীর স্থিতিশীলতা বজায় রাখতে হবে। এ সময় ইউক্রেনের অর্থনীতি স্থিতিশীল রাখতে সহযোগিতা চান তিনি। জেলেনস্কি বলেন, শান্তি প্রতিষ্ঠার তৃতীয় ধাপ কূটনীতি। ইউক্রেনীয় শান্তি ফর্মুলা কীভাবে বাস্তবায়ন করা যাবে তা নির্ধারণে ‘গ্লোবাল পিস ফর্মুলা সামিট’ নামে একটি সম্মেলন করার আহ্বান জানান।