সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ৭ ডিসেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার দুপুরে পৌর শহরের পুরাতন বাস স্টেশন এলাকা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কালীবাড়ি পয়েন্টে পুলিশের বাধার মুখে পড়ে। পরে কালীবাড়ি পয়েন্টে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈনউদ্দীন সোহেল, সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের গুলিতে মকবুল হোসেনকে হত্যা, মিথ্যা-গায়েবী মামলা, হামলা ও জবরদখল করার প্রতিবাদে সারাদেশে বিএনপি আন্দোলন চালিয়ে যাবে। রাতের অন্ধকারে আটককৃত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ গ্রেপ্তারকৃত নেতাদের নিঃশর্ত মুক্তি চেয়েছেন বক্তারা।