গাজীপুরে অনলাইন জুয়ার মাধ্যমে হাজার কোটি টাকা পাচার চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার সকালে জিএমপির কার্যালয়ে কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পুলিশ কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলো- গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার হরিনহাটি গ্রামের হাবিবুল্লাহ মৃধার ছেলে নাসির মৃধা, ময়মনসিংহ জেলার গৌরীপুর এলাকার ফরহাদ আলীর ছেলে মারুফ হাসান, একই এলাকার নুরুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম, জুলহাসের ছেলে কাউসার হোসেন, ওয়াদুদের ছেলে রুবেল হোসেন, মো. করিমের ছেলে আশিকুল হক, সাবেদ আলীর ছেলে আকরাম হোসেন ও আলমগীর কবিরের ছেলে মুরাদ হাসান।
পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাসির মৃধা নামের এক জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ কমিশনার আরও জানান, ফুটবল ও ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এসব জুয়াড়িরা জুয়ায় লিপ্ত হয়ে সারাদেশে ১৫শ মাস্টার মাইন্ডের মাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে দেশের টাকা বিদেশে পাচার করে আসছে।
আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী গত এক মাসে বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেছে। মূলহোতারা দেশের বাইরে অবস্থান করায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে তাদেরকেও আইনের আওতায় আনাতে কাজ করছে পুলিশ।