ঝালকাঠিতে ছাত্রলীগ নেতাকর্মীদের বহনকারী বাসে বোমা হামলার অভিযোগে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ ৪৪ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বাদি হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদারসহ ১৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, ঝালকাঠি জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন শেষে ঢাকা থেকে ঝালকাঠি ফিরছিল।
মঙ্গলবার রাত নয়টার দিকে বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির কৃষ্ণকাঠি ব্রাকমোড় ব্রিজ এলাকায় বাস দুইটি পৌঁছালে বাসে বোমা হামলার ঘটনা ঘটে। এ সময় ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্ধার করে।
সদর থানার ওসি মো. নাসির উদ্দীন সরকার জানান, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মনিরুল ইসলাম নূপুর বলেন, আমি গত এক সপ্তাহ ধরে ঢাকায় অবস্থান করছি। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে আরও অনেক নেতাকর্মী বর্তমানে ঢাকায় রয়েছেন। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে মিথ্যা নাটক সাজিয়ে এ মামলা করা হয়েছে।