পটুয়াখালীর গলাচিপায় নিয়ম বহিভূর্তভাবে পৌরসভার সদর রোডে সরকারি জায়গায় অবৈধভাবে বহুতল ভবন নির্মান করছে স্থানীয় প্রভাবশালী দেবু পাল। দেবু পাল হচ্ছেন মৃত পরিক্ষিত পালের ছেলে।
জানা যায় রাতের আঁধারে পৌরসভার সদর রোডের বটতলা নামক স্থানে সরকারি জায়গায় বহুতল ভবন নির্মান কাজ শুরু করে দেবু পাল।
বিষয়টি উপজেলা প্রশাসন ও সচেতন মহলের নজরে আসলে প্রথমে উপজেলা সদর তহশীলদার সাহাদাত মিয়া ও সার্ভেয়ার মো. আজগর মৌখিকভাবে ভবন নির্মানের কাজ বন্ধ রাখার জন্য বলেন।
কিন্তু দেবু পাল প্রাথমিক অবস্থায় কাজ বন্ধ রাখলেও পরে আবার কাজ শুরু করেন। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে মঙ্গলবার (৬ ডিসেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. মহিউদ্দিন আল হেলাল উক্ত কাজ বন্ধ করে দেন। পরবর্তীতে এই জায়গায় পুনরায় কাজ শুরু করলে দেবু পালের বিরুদ্ধে সরকারীভাবে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে বলে সহকারী তহশীলদার আকাশ মিয়া জানান। অবৈধ ভবনের নির্মান কাজ বন্ধের ঘোষণায় স্থানীয় সুশীল সমাজ উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনকে ধন্যবাদ জানান। এ বিষয়ে উপজেলা সদর তহশীলদার সাহাদাত মিয়া বলেন, সরকারী জমিতে কোন বহুতল ও স্থায়ী ভবন নির্মাণের নিয়ম নেই। তাই আমার কাজটি বন্ধ করে দিয়েছি।