সোমবার সাভারের বিভিন্ন অঞ্চলে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাসের পাইপ লাইনের জরুরি টাই-ইন কাজের জন্য গ্যাস বন্ধ রাখার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ।
রোববার (৪ ডিসেম্বর) জরুরি গ্যাস শাটডাউন বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় তিতাস কর্তৃপক্ষ। এতে আরও বলা হয়, লাইন বন্ধ থাকার ফলে সাভারের আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহে স্বল্পতা দেখা দিতে পারে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (০৫ ডিসেম্বর) সাভারের জাহাঙ্গীরনগর, সাভার ক্যান্টনমেন্ট, চামড়া শিল্পনগরী এলাকা, পাবলিক সার্ভিস ট্রেনিং সেন্টারসহ আঞ্চলিক বিপণন অফিস (জেবিঅ) সাভারের আওতাধীন এলাকার সব শ্রেণির গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া সাভারের আশেপাশের এলাকায় গ্যাস স্বল্পতা বিরাজ করবে।