চট্টগ্রাম ইপিজেডে অপহরণের পর খুন হওয়া শিশুকন্যা আয়াতের মরদেহের আরও কিছু খণ্ডাংশ উদ্ধার করেছে পিবিআই। তবে, এখনো সব খণ্ডাংশ উদ্ধার সম্ভব হয়নি। পিবিআইয়ের কাছে খুনি আবির আলী শিশু আয়াতকে হত্যার পর টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়ার কথা স্বীকার করার পর, শিশুটির দেহবশেষ উদ্ধারে নামে সংস্থাটি।
বিপিআই জানায়, শ্বাসরোধ করে হত্যার পর মরদেহকে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয় আসামি আবির আলী।
জিজ্ঞাসাোদে পিবিআইকে এমনটা জানানোর পর মরদেহ উদ্ধারে নামে সংস্থাটি। একে একে মরদেহের কিছু খণ্ডাংশ উদ্ধার করে পিবিআই।
মামলার তদন্তকারী কর্মকর্তা মনোজ কুমার দে জানান, ঘটনার ১৬ দিনের মাথায় সাগড়পাড়ের রিং রোডের আকমল আলী স্লুইস গেট থেকে উদ্ধার করা হয় শিশু আয়াতের মরদেহের এসব অংশাবশেষ।
পিবিআই বলছে, দুই দফা রিমান্ডে আসামি আবির জানায়, মুক্তিপণ না পেয়ে এমন সিদ্ধান্ত নেয় সে।
আদরের মেয়ে আয়াতের দেহবশেষ উদ্ধারের খবরে সাগরপাড়ে ছুটে আসে বাবাসহ স্বজনরা। কান্নায় ভেঙে পড়েন তারা। হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চান তারা।
গত ২৮ নভেম্বর রাতে শিশু আয়াতকে অপহরণের রহস্য উদঘাটনে অভিযুক্ত আবির আলীর পিতা-মাতাকে গ্রেপ্তার করে পিবিআই।