ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে সংঘর্ষের পর তাদের হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ নিয়ে গত ৭২ ঘণ্টায় আট ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি সামরিক বাহিনী।
নিহতরা হলেন, নাঈম জামাল আল-জুবাইদি (২৭) এবং মোহাম্মদ আয়মান আল-সাদি (২৬)।
এ ঘটনায় আরও একজন ফিলিস্তিনি আহত হয়েছেন।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সন্দেহভাজন জঙ্গিদের গ্রেপ্তারের জন্য জেনিন এলাকায় অভিযানের সময় সেনাদের লক্ষ্য করে গুলি চালানো হয়। তারাও পাল্টা গুলি করে।
ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেডের জেনিন ব্যাটালিয়ন জানিয়েছে, নিহত ওই দুই যুবক তাদের নেতা ছিলেন। ফিলিস্তিনি জনতা তাদের মরদেহ ইবনে সিনা হাসপাতাল থেকে শরণার্থী শিবিরের রাস্তায় নিয়ে আসে। এ ঘটনার প্রতিবাদে ফাতাহ ও অন্যান্য ফিলিস্তিনি উপদল জেনিনে ধর্মঘটের ডাক দিয়েছে।