পটুয়াখালীতে কোহিনুর অটো রাইসমিলে ভারতীয় ’নুরজাহান’ সহ দেশের বিভিন্ন নামিদামী কম্পানির লোগো ব্যাবহার করে দেশি চাল বিক্রি করে অতিরিক্ত মুনাফা হাতিয়ে নিচ্ছে মিল কতৃপক্ষ, সরেজমিনে তথ্য সংগ্রহে গেলে এর সত্যতাও মিলেছে।
বাংলাদেশের চালের বাজারে ভারতের ‘নূরজাহানে যখন সবাই মাতোয়ারা ঠিক তখনই পটুয়াখালীর কালিকাপুর ইউনিয়নের বসাকবাজার এলাকায় কোহিনুর অটো রাইসমিলের চাল ভারতীয় চিকন চালের জনপ্রিয় ব্রান্ড ’নুরজাহান’ , দেশীয় জোড়া কবুতর সহ বিভিন্ন নামিদামী কম্পানির লোগো ব্যাবহার করে দেশীয় উৎপাদিত প্লাস্টিক বস্তায় ভরে বাজারজাত করার অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন উপজেলা সহ দেশের বিভিন্ন জায়গায় তারা বিক্রি করছে এ সব চাল। এসব যেন দেখার কেউ নেই। অভিযোগ উঠেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের কর্তাব্যক্তিদের বিরুদ্ধে। সদর উপজেলার মধ্যেই অটো রাইসমিলের অসাধু মুনাফালোভী ব্যবসায়ীরা এভাবে দেশীয় মোটা চালকে প্রসেস করে বিভিন্ন নামিদামী ব্রান্ডের মোড়কে প্যাকেট করে বিক্রি করছে। যা পরবর্তীতে ভারতীয় চিকন চালের জনপ্রিয় ব্রান্ড ’নুরজাহান’ দেশীয় ‘জোড়া কবুতর’ সহ বিভিন্ন নামিদামী কম্পানির লোগো ব্যবহার করে ২৫ ও ৫০ কেজির বস্তা বাজারজাত করা হচ্ছে। এতে করে সরকারের রাজস্ব ফাঁকি সহ সাধারন ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া বলেন, নিজের পন্য অন্য কারো মোড়ক ব্যাবহার করে বাজারজাত করা সম্পুর্ন বেআইনী । বিষয়টি ইতিমধ্যে আমি অবগত হয়েছি। দ্রুত অভিযান পরিচালনা করে দায়ীদের চিহ্নিতপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
https://www.youtube.com/watch?v=N4-fLkQ5vgM