১০ দফা দাবিতে নৌযান শ্রমিকদের ধর্মঘটের বিষয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, নৌযান শ্রমিকদের দাবির বিষয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে, দ্রুত সমাধান করা হবে। শ্রমিকরা যে দাবি পেশ করেছে এ বিষয়ে শ্রম মন্ত্রনালয় কাজ করছে এবং একটি কমিটিও গঠন করেছে।
আজ রোববার দুপুরে দিনাজপুর শহরের গোরে শহীদ বড় মাঠে আওয়ামী লীগের সম্মেলন স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের সব ধরনের স্বার্থ রক্ষা করেছে।
দেশের শ্রমজীবী মানুষ অনেক ভালো আছেন।
দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের মঞ্চসহ মাঠ পরিদর্শনের সময় দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দীর্ঘ ১০ বছর পর আগামীকাল সোমবার দিনাজপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রিয় সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতারা।