রাস্তায় গরু ছেড়ে দিয়েছিল এর মালিক। এরপর থেকেই রাস্তায় রাস্তায় ঘুরতো গরুগুলো। এ ঘটনা গড়িয়েছে আদালত পর্যন্ত। এ ঘটনায় ওই মালিককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
ঘটনাটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের। খবর বিবিসির।
প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, রাস্তায় ঘুরার জন্য গবাদি পশু ছেড়ে দেওয়ায় এক ব্যক্তিকে ছয় মাসের জেল দিয়েছে গুজরাটের একটি আদালত। প্রকাশ জয়রাম দেসাই নামক ওই ব্যক্তিকে মানুষের জীবন বিপন্নের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।
ব্যস্ততম সড়কগুলোসহ ভারতের বিভিন্ন রাস্তায় হরহামেশায় মালিকহীন গরুর দেখা মিলে। এ নিয়ে গোটা দেশজুড়ে সমস্যা দেখা দিয়েছে; যার থেকে বাদ নেই গুজরাটও।
রায়ের পর আদালত বলছে, এই ধরনের অপরাধ বৃদ্ধি পাচ্ছে। ন্যায়বিচার পরিবেশনের জন্য এই শাস্তি দেওয়া হয়েছে।
বিবিসি বলছে, ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের জন্য পবিত্র প্রাণী গরু। গুজরাটসহ ১৮টি রাজ্যে এই গবাদি পশু জবাই করা বেআইনি। ২০১৭ সালে গরু রক্ষা আইন কঠোর করেছে গুজরাট প্রশাসন। সেই আইন অনুযায়ী, গরু জবাই করলে সাজা হিসেবে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এই সিদ্ধান্তের পর একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তৈরি হয়েছে। রাস্তায় ঘোরাফেরা করছে প্রচুর সংখ্যক গবাদি পশু। এতে করে যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া মানুষের ওপর গরুর আক্রমণ বেড়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া বলছে, রাস্তায় বিপথগামী গবাদি পশু রেখে যাওয়ার কারণে মানুষ মারা গেছে ও গুরুতর আহত হচ্ছে। এর জেরে আদালত থেকে এ রায় দেওয়া হয়েছে।