প্রকাশ্যে সরকার বিরোধী বিক্ষোভ সমর্থন করায় দুই অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে ইরানের পুলিশ। অভিনেত্রী হেঙ্গামেহ গাজিয়ানি ও কাতায়ুন রিয়াহির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। ইরনা নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এর আগে বিক্ষোভকারীদের সমর্থনে হিজাব ছাড়া জনসম্মুখে আসেন তারা।
গাজিয়ানি ও রিয়াহি দুজনেই পুরস্কার বিজয়ী অভিনেত্রী। রবিবার তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গাজিয়ানি লেখেন, ‘যা ই হোক না কেন, আমি সবসময় ইরানের জনগণের সাথে আছি। এটাই হয়তো আমার শেষ পোস্ট। ’
উল্লেখ্য, গত ১৬ই সেপ্টেম্বর ইরানের মোরালিটি পুলিশ হেফাজতে মৃত্যু হয় ২২ বছর বয়সী আমিনির। এর পর থেকেই হিজাব আইন বাতিলে বিক্ষোভে ফেটে পড়ে ইরানের জনগন। মানকাধিকার সংগঠনগুলোর দাবি এরইমধ্যে ৪০০ বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। আটক করা হয়েছে ১৬ হাজারের বেশি।